এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে

করোনা চিকিৎসায় শয্যা সংখ্যা শতকে উন্নীত

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ০৭:৫৯:২৫ || পরিবর্তিত: ১২ এপ্রিল, ২০২১ ০৭:৫৯:২৫

করোনা চিকিৎসায় শয্যা সংখ্যা শতকে উন্নীত

মো: তাফহিমুল ইসলাম দিনাজপুর থেকে;
 

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা বাড়িয়ে ১০০ তে উন্নীত করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু রেজা মো. মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৯ জন রোগী ভর্তি রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকলে স্বাস্থ্য বিভাগের নির্দেশে বেড বাড়ানোর কার্যক্রম শুরু হয়।এদিকে রোগীর চাপ বাড়তে থাকতে থাকায় করোনা বিভাগে কর্তব্যরত চিকিৎসক-নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু রেজা মো. মাহমুদুল হক বলেন, গত শনিবার (১০ এপ্রিল) হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ
ইকবালুর রহিম হাসপাতালের প্রশাসন, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিয়ে বৈঠক করেন।

উল্লেখ্য, দিনাজপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, ৮শত ৮১ জন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭শত ৬৯জন, মারা গেছে ৮৩ জন আর ভর্তি আছে  ২৯ জন।

প্রজন্মনিউজ২৪/এএআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ