নারায়নগঞ্জ রয়্যাল রিসোর্টে ভাঙচুরের মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ১১:৫৮:৩৪

নারায়নগঞ্জ রয়্যাল রিসোর্টে ভাঙচুরের মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ র‌য়্যাল রিসোর্টে মামুনুল ইস্যুতে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতার মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ চার হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রোববার রাতে ঢাকার জুরাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- হেফাজতে ইসলামের নেতা শাজাহান শিবলী (৪৩), হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২), হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২)।

গত ৩ এপ্রিল সোনারগাঁ রয়্যাল রির্সোটে এক নারীসহ অবরুদ্ধ হয়ে পড়েন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরুদ্ধ করেন তাকে।

ওই ঘটনায় মামুনুল হকের সমর্থকরা রয়্যাল রির্সোটে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে ওই নারীসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আওয়ামী লীগ কার্যালয়, যুবলীগ, ছাত্রলীগ দুই নেতার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে তারা। এঘটনায় সোনারগাঁ থানায় ৭টি মামলা হয়।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ