ফেনীতে জেলেদের জালে ধরা পড়ল ২২ কেজির বোয়াল!

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ১১:৪২:৩০

ফেনীতে জেলেদের জালে ধরা পড়ল ২২ কেজির বোয়াল!


ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরি নদীতে ভারতীয় সীমান্তসংলগ্ন কালিকাপুর এলাকায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বিশাল আকারের বোয়াল মাছ।

রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন কালিকাপুর এলাকায় জেলেদের জালে ওই মাছটি ধরা পড়ে। পরে বাজারে বড় মাছ আসার খবর পেয়ে আশপাশের ক্রেতারা সেখানে ভিড় জমান।

স্থানীয়রা জানান, দুপুরে জেলেরা জাল নিয়ে পরশুরাম উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন মুহুরি নদীর কালিকাপুর এলাকায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেললে জোরে টান পড়ে। এতে জেলেরা বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। এ সময় ২২ কেজি ওজনের বোয়াল মাছটি জেলেরা টেনে তীরে তোলেন। এর পর ওই জেলেরা মাছ ব্যবসায়ী আবদুল মান্নানের কাছে বোয়ালটি ২০ হাজার টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ২২ কেজি ওজনের ওই বোয়ালটি ২০ হাজার টাকায় কিনেছি। পরে পরশুরাম বাজারে নিয়ে মাছটির দাম হাঁকা হয় ২৫ হাজার টাকা। তবে সন্ধ্যায় ২২ কেজি ওজনের বোয়ালটি ২৪ হাজার টাকায় বিক্রি করেছি।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ