নারায়ণগঞ্জে গ্যাসপাইপ ছিদ্র হয়ে আগুনে ২ নিরাপত্তাকর্মী দগ্ধ

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ১০:৫৬:৪৯

নারায়ণগঞ্জে গ্যাসপাইপ ছিদ্র হয়ে আগুনে ২ নিরাপত্তাকর্মী দগ্ধ

নারায়ণগঞ্জ শহরে বহুতল ভবনে পাইপ ছিদ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন লেগে দুই নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন।

রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-শহরের আমলাপাড়ার প্রেসিডেন্ট রোড এলাকার জিএম গ্রিন গার্ডেন নামে একটি ভবনের নিরাপত্তাকর্মী মো. উজ্জ্বল (৩৫) ও মানিক মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, দুই নিরাপত্তাকর্মী রোববার রাত ১২টার দিকে ভবনের আটতলায় একটি কক্ষে ধূমপান করতে যান। এ সময় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ভবনের আটতলার একটি কক্ষে পাইপ ছিদ্র হয়ে গ্যাস জমে ছিল। আগুনের স্পর্শ থেকে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ ঘটনায়  জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ