কারওয়ান বাজারে জব্দ ২ টন জাটকা

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ১১:০২:৫৫ || পরিবর্তিত: ১২ এপ্রিল, ২০২১ ১১:০২:৫৫

কারওয়ান বাজারে জব্দ ২ টন জাটকা

রাজধানীর কারওয়ানবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ২.২ টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব-২। এ সময় সাত জন মাছ ব‌্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার (১১ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত র‌্যাব-২ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, দেশের আইন অমান্য করে ৪-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ মাছ অবৈধভাবে মজুত ও বিক্রয় করা হচ্ছে। এ অপরাধে ৭টি আড়তের মালিকদেরকে ৩১ হাজার টাকা জরিমানা করাসহ ২ দশমিক ২ টন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকরা জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ