লকডাউনে মাদরাসা খোলা রাখার সিদ্ধান্ত হেফাজতের

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২১ ০৬:৩৭:৪১

লকডাউনে মাদরাসা খোলা রাখার সিদ্ধান্ত হেফাজতের

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্তে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ঘোষণা অনুযায়ী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। তবে লকডাউনে মাদরাসা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় একটি সভা শেষে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক এ তথ্য জানিয়েছেন।


সভায় লকডাউনে মাদরাসা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মাদরাসা বন্ধের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। লকডাউনের সময়েও মাদরাসা খোলা থাকবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো প্রত্যাহার করে দ্রুত গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে।

সভায় হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা সাকাওয়াত হোসাইন রাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/অআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ