কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ১২:৫৯:১১

কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৪২) নামের এক হাজতি মারা গেছেন।

গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত জাহাঙ্গীর গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তার হাজতি নং-২৩৬৫/২০ ছিল।
তিনি মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন।

শনিবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম।

রাত ৯টার দিকে কারাগার ভেতরে অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর। তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানার একটি মামলা ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ