অনলাইনে উদযাপনের নির্দেশ এবারের বাংলা নববর্ষ

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২১ ১১:১৯:১৮

অনলাইনে উদযাপনের নির্দেশ এবারের বাংলা নববর্ষ

দেশসহ সারা বিশ্বে দ্রুতগতিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে সরকার

আগামী ১৪ এপ্রিল বাংলা ১৪২৮ সনের প্রথম দিন পহেলা বৈশাখ এবার ভার্চুয়ালি নববর্ষ অনলাইনে উদযাপন করার নির্দেশ দিয়েছে সরকার। দেশে মহামারি করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বুধবার (৭ এপ্রিল) এমন নির্দেশনার চিঠি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

উক্ত চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে সরকার। আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন।

প্রজন্মনিউজ/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ