ফেরিতে থাকা গাড়িতে আগুন লেগে পুড়ে গেল ৯টি গাড়ি

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২১ ১১:০০:৫৬ || পরিবর্তিত: ০৮ এপ্রিল, ২০২১ ১১:০০:৫৬

ফেরিতে থাকা গাড়িতে আগুন লেগে পুড়ে গেল ৯টি গাড়ি

গতকাল বুধবার (৭ এপ্রিল) মেঘনা নদীতে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে রাতের ফেরিতে থাকা একটি গাড়িতে আগুন লেগে ১০টি গাড়ি পুড়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইলিশা ঘাটের ম্যানেজার মো. পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরিঘাটের ব্যবস্থাপক বলেন, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১৫টি গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে কলমিলতা নামের ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ একটি মালবাহী গাড়িতে আগুন লেগে যায়। আগুন পাশের গাড়িতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসকে আগুন ছড়িয়ে পড়ার খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ভোলার ইলিশা ফেরিঘাটে থাকা আর একটি ফেরিতে করে ঘটনাস্থলে যায় কিন্তু পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে গাড়িতে থাকা মালামাল সহ ৯টি গাড়ি পুড়ে যায়। জানা যায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ