স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করে ভারতের শীর্ষ ধনীদের তালিকায় স্থান

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২১ ০১:০৭:১২ || পরিবর্তিত: ০৭ এপ্রিল, ২০২১ ০১:০৭:১২

স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করে ভারতের শীর্ষ ধনীদের তালিকায় স্থান


সাম্প্রতিক ভারতের শীর্ষ ধনীদের তালিকায় দুজনের নাম উঠে এসছে। স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করে ভারতের শীর্ষ দশ ধনীদের তালিকায় স্থান করে নিয়েছে সেরাম ইনিস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) প্রধান ‘সাইরাস পুনাওয়ালা’ এবং সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রধান ‘দিলীপ সাংঘাবি’। 

মঙ্গলবার (৬ এপ্রিল) ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে। ৮৪.৫ বিলিয়ন ডলারের মূল সম্পদ নিয়ে ভারতের ১০ ধনী ধনকুবেরদের তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। আম্বানির পরে ছিলেন আদানী গ্রুপের প্রধান গৌতম আদানী এবং এইচসিএল এর প্রতিষ্ঠাতা শিব নাদার।

ফোর্বসের তথ্য মতে, ভারতীয় শীর্ষ দশ জনের তালিকায় দুইজন ভারতীয় স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের কারণে তালিকায় তাদের স্থান অর্জন করেছেন। এই দুজন হলেন- ভারতের সেরাম ইনিস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) এর ‘সাইরাস পুনাওয়ালা’ এবং সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের ‘দিলীপ সাংঘাবি’। ভারতের বিলিয়নারীর সংখ্যা গত বছর ১০২ থেকে বেড়ে ১৪০ হয়েছে। তাদের সম্মিলিত সম্পদের দ্বিগুণ হয়ে প্রায় ৫৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সেরাম ইনিস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) বিশ্বের বৃহত্তম কোভিড-১৯ টি ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জাতিসংঘের সমর্থিত কোভাক্স প্রোগ্রামের অন্যতম প্রধান সরবরাহকারীও ছিল এসআইআই।

ফোর্বসের তালিকায় দশ ভারতীয় ধনী যারা-

১. মুকেশ আম্বানি। যার সম্পদের পরিমাণ ৮৪.৫ বিলিয়ন ডলার।

২. গৌতাম আদানী। যার সম্পদের পরিমাণ ৫০.৫ বিলিয়ন ডলার।

৩. শিব নাদার। যার সম্পদের পরিমাণ ২৩.৫ বিলিয়ন ডলার।

৪. রাধাকিশন দামানি। যার সম্পদের পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার।

৫. উদয় কোটক। যার সম্পদের পরিমাণ ১৫.৯ বিলিয়ন ডলার।

৬. লক্ষ্মী মিত্তাল। যার সম্পদের পরিমাণ ১৪.৯ বিলিয়ন ডলার।

৭. কুমার বিড়লা। যার সম্পদের পরিমাণ ১২.৮ বিলিয়ন ডলার।

৮. সাইরাস পুনাওয়ালা। যার সম্পদের পরিমাণ ১২.৭ বিলিয়ন ডলার।

৯. দিলীপ শঙ্ঘভি। যার সম্পদের পরিমাণ ১০.৯ বিলিয়ন ডলার।

১০. সুনীল মিত্তাল ও পরিবার। যার সম্পদের পরিমাণ ১০.৫ বিলিয়ন ডলার।#

সুত্র:হিন্দুস্থান টাইমস।

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ