অন্তরাকে হারিয়ে স্বর্ণ জিতলেন নু মে মারমা

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২১ ০৫:০০:৩৯

  অন্তরাকে হারিয়ে স্বর্ণ জিতলেন নু মে মারমা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ষষ্ঠদিনে মঙ্গলবার কারাতে ডিসিপ্লিন শুরু হয়েছে বান্দরবানে। প্রথম দিনেই অন্তরার আলো কেড়ে নিয়েছেন পাহাড়ি কন্যা নু মে মারমা। বান্দরবানের নু মে অন্তরাকে হারিয়ে জিতেছেন নারীদের কাতার ব্যক্তিগত স্বর্ণ।

এটি অন্তরার পছন্দের ইভেন্ট নয়। এসএ গেমসে স্বর্ণ জেতা ইভেন্ট কুমিতে (৬০ কেজি) খেলবেন বুধবার। অন্তরার আসল চ্যালেঞ্জটা ওখানেই। তবে ব্যক্তিগত কাতার ফাইনালে তীব্র লড়াই করেছেন এসএ গেমসে স্বর্ণজয়ী এই নারী কারাতেকা। রৌপ্য জয়ের পর বান্দরবান থেকে জানালেন, মাত্র ০.২ পয়েন্টের ব্যবধানে ফাইনাল হেরেছেন তিনি।

নারীদের একক কাতায় বান্দরবান ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর কারিমা খাতুন। নারীদের দলগত কাতায় বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণ, বাংলাদেশ আনসার রৌপ্য এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ব্রোঞ্জ পদক লাভ করেছে।

প্রজন্মনিউজ২৪/ মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ