টঙ্গীতে ভেজাল ওষুধ রাখার দায়ে জরিমানা

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২১ ১১:০০:২৮

টঙ্গীতে ভেজাল ওষুধ রাখার দায়ে জরিমানা

হাসান মাহমুদ, গাজীপুর প্রতিনিধিঃ  সোমবার (৫ এপ্রিল) সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ও মেয়াদ উত্তির্ন বিভিন্ন ঔষুধ রাখার দায়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় ওষুধের ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিষ্টেট মাসুদুর রহমানের তত্বাবধানে আর্থিক জরিমানা করা হয়েছে এ সময় আরো সাথে ছিলেন ড্রাগ সুপার মরুময় সরকার, পেসকার সোহরাওয়ার্দী, পরে মেয়াদ উত্তিন ঔষধ রাখার দায়ে টঙ্গী রেলওয়ে ষ্টেশন রোড রিনা ফার্মেসীতে ১০ হাজার টাকা, মেহেদী ফার্মেসী মরকুন পশ্চিম পাড়া ১০ হাজার টাকা, মায়ের দোয়া মেডিসিন কর্ণার ১৫ হাজার টাকা, নুর সার্জিক্যাল ষ্টেশন রোড ৫হাজার টাকা, ষ্টেশন রোড মমিন ফার্মেসী ৫০ হাজার টাকা, ষ্টেশন রোড ইউনিক ফার্মেসী ১ লাখ টাকা মাক্স ব্যবহার না করায় সুযমুখী টেইলার্সের ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ম্যাজিস্টেট প্রেস ব্রিফিং এ বলেন, সমস্থ্য দোকানে আর্থিক জরিমানা করা তারা প্রত্যকেই মেয়াদ উত্তির্ন ঔষুধ, নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজনা ঔষুধ জব্দ করে সরকারী আইন অনুযায়ী জরিমানা করা হয় এবার তাদের সতর্ক করা হয়েছে পরে একই অপরাধ যদি আবারো করে তাহলে দিগুণ জরিমানা করা হবে এবং এই অভিযান নিয়মিত চলবে বলে জানান অভিযানের সময় সাথে ছিলেন টঙ্গী পৃর্ব থানার পুলিশ।#

প্রজন্মনিউজ২৪/এফএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ