গত ২৪ ঘণ্টায়ই করোনায় আক্রান্ত ৬ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২১ ১১:৫১:১৯

গত ২৪ ঘণ্টায়ই করোনায় আক্রান্ত ৬ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ১৩ কোটি ৮ লাখ ছাড়াল। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায়ই (শুক্রবার) নতুন করে ৬ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে এই ভাইরাস।

বিশ্বে একদিনে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে ব্রাজিল। দুই হাজার ৮শ’র বেশি মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি তিন লাখ ২৮ হাজার ছাড়াল। দেশটিতে শুক্রবারও শনাক্ত হয় ৭০ হাজার সংক্রমণ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ৬৭ হাজার ছাড়াল প্রাণহানি। এরপরই অবস্থান ভারতের। দেশটিতে নতুন করে ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

এদিন করোনায় ৫শ’ জনের মৃত্যু হয়েছে পোল্যান্ডে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৮ লাখ ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

প্রজন্মনিউজ২৪/লিংকন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ