প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২১ ০৬:২০:০৪ || পরিবর্তিত: ০২ এপ্রিল, ২০২১ ০৬:২০:০৪
মালদ্বীপে জন্মদিন উদযাপনে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বর্তমানে তিনি সেখানে কোয়ারেন্টিনে রয়েছেন।
টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের সঙ্গে নিজের জন্মদিন পালনের জন্য মালদ্বীপে যান ঐন্দ্রিলা। পরবর্তীতে তিনি করোনায় আক্রান্ত হন। আর এই কারণে দুজনই আপাতত কলকাতায় ফিরতে পারবেন না।
গত মাসে মুক্তি পেয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ‘ম্যাজিক’। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করলেন ঐন্দ্রিলা। রাজা চন্দের পরিচালনায় সিনেমাটি দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন দর্শকরা। ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মনে কৌতুহল জাগে এ নিয়ে।
‘ম্যাজিক’ সিনেমা মুক্তির পর শুটিংয়ের চাপ থেকে মুক্ত হওয়ার জন্য অঙ্কুশ ও ঐন্দ্রিলা মালদ্বীপে পাড়ি জমান। সেখানকার একটি বিলাসবহুল রিসোর্টে ওঠেন টলিউডের এই তারকা জুটি। কিন্তু ঐন্দ্রিলার করোনায় আক্রান্তা হওয়ার কারণে সব আনন্দ শেষ হয়ে গেল।
প্রজন্মনিউজ২৪/ মামুন
কাশিয়ানী থানা কোয়ার্টারে এসআইয়ের আত্মহত্যা
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
এবার ওমরাহ পালনে নতুন নির্দেশনা
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই
থেমে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত
দেশের কওমি মাদরাসা বন্ধ করতে জেলা প্রশাসকদের কড়া নির্দেশ!
আইপিএল ইতিহাসে সর্বাধিক ছয়ের রাজা গেইল