প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২১ ০৩:৫৩:৫৮
২৬ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে জানিয়ে মৌসুমী বলেন, ‘আমার ছেলের বউ ভীষণ লক্ষ্মী, খুব মিষ্টি। আমার তো দারুণ পছন্দ হয়েছে।’
৯ এপ্রিল পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও করোনার কারণে আপাতত সেটি হচ্ছে না। ঈদের পর ছেলের বিবাহোত্তর সংবর্ধনা দেবেন নায়িকা মৌসুমী।
মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিনের বউয়ের নাম আয়েশা। তিনি জন্মসূত্রে বাংলাদেশি। কুমিল্লার মেয়ে আয়েশা মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়ালেখা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাস আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয়।
একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, বন্ধুত্ব গড়ায় প্রণয়ে। দুজন দুজনকে মন দেওয়া-নেওয়ার কথা জানান পরিবারকে। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়। বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিয়েও হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ছেলে ফারদিন পরিচালনায় নাম লেখান। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন ওমর সানী। এ ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।
প্রজন্মনিউজ২৪/ মামুন
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
এবার ওমরাহ পালনে নতুন নির্দেশনা
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই
থেমে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত
দেশের কওমি মাদরাসা বন্ধ করতে জেলা প্রশাসকদের কড়া নির্দেশ!
আইপিএল ইতিহাসে সর্বাধিক ছয়ের রাজা গেইল
ইরাকে মার্কিন সেরা বহিষ্কার করলে স্থিতিশীলতা ফিরে আসবে