নানা আয়োজনে রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবাষির্কী

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২১ ১০:৫৯:০৫

নানা আয়োজনে রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবাষির্কী

আবু সাঈদ রনি, রাজশাহী প্রতিনিধি: সফলতার ১৪৮ বছর পেরিয়ে ১৪৯ তম বর্ষে পদার্পণ করলো ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক রাজশাহী কলেজ। করোনা মহামারীর কারণে সীমিত আকারে পালিত হয় প্রতিষ্ঠা দিবস।
 
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে কলেজের প্রশাসন ভবনের সামনে কেক কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়। 

এসময় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহা. আব্দুল খালেক, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আব্দুল্লাহ আল মাহমুদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পার্থ সারথি বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসা. ইয়াসমীন আক্তার সারমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ১৮৭৩ সালের ১ এপ্রিল রাজশাহী শহরে পথচলা শুরু করে দেশের ৩য় প্রাচীনতম কলেজটি। মাত্র ৬ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা ক্যাম্পাসটি বর্তমানে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী ও প্রায় ২৫০  শিক্ষকের পদচারণায় মুখরিত। মানসম্মত পড়াশোনা, সহ-শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গৌরবোজ্জল ইতিহাসে নিজেকে সম্পৃক্ত রেখেছে লাল-সাদা ভবনে ঘেরা পরিচ্ছন্ন শিক্ষাঙ্গনটি। 

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৮টি সূচকে টানা চারবার এবং শিক্ষামন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি সূচকে টানা চারবার সেরা কলেজের মুকুট অর্জন করে বিদ্যাঙ্গনটি। পাশাপাশি পেয়েছে মডেল কলেজের স্বীকৃতিও।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ