টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২১ ০২:৪৬:৩৮

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। টাইগারদের সপ্তম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন লিটন। দুই ইনিংসে খেলা হবে ১০ ওভার করে।

দফায় দফায় বৃষ্টি, বারবার পিচের কভার সরানো আর ফেরানোতেই কেটে গেল প্রায় আড়াই ঘণ্টা। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় টস শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে সেটি হলো দুপুর ১টা ৫৫ মিনিটে।

আগের দুই ম্যাচ জিতে সিরিজের শিরোপা নিশ্চিত করে রাখা নিউজিল্যান্ড ক্রিকেট দল এবার শেষ ম্যাচের টস জিততে পারেনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে নেমে টস জিতেছেন লিটন দাস।

আগের ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ম্যাচে জায়গা পাননি মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।  তাদের জায়গায় আজ একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

প্রজন্মনিউজ২৪/ মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ