ইসলামী ব্যাংক এক কোটি ৬০ লাখ গ্রাহক নিয়ে ৩৮ তম বছরে

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২১ ০৩:৫৫:৩২ || পরিবর্তিত: ৩০ মার্চ, ২০২১ ০৩:৫৫:৩২

ইসলামী ব্যাংক এক কোটি ৬০ লাখ গ্রাহক নিয়ে ৩৮ তম বছরে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এক কোটি ৬০ লাখ গ্রাহক সাথে নিয়ে পদার্পন করল প্রতিষ্ঠার ৩৮ তম বছরে। ১৯৮৩ সালের ৩০ মার্চ প্রতিষ্ঠা পাওয়া দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী শরিআহ মোতাবেক পরিচালিত ব্যাংকটি অর্থনীতি অগ্রগতিতে সফলতার সাথে অতিবাহিত করেছে পেছনের দিনগুলো । আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি, রেমিট্যান্স আহরণসহ প্রায় সবক্ষেত্রে দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বর্তমানে ব্যাংটির গ্রাহক সংখ্যা ১ কোটি ৬০ লাখ । দেশের ব্যাংক গ্রাহকদের ১৪ শতাংশ এই ব্যাংকটির সেবা গ্রহণ করছে। ব্যাংকটির আমানতের পরিমান ১ লাখ ২১ হাজার কোটি টাকা। এ ব্যাংক গ্রাহকদের সেবা দিচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, সেলফিন ডিজিটাল অ্যাপ, মোবাইল ব্যাংকিং, বিকল্প ব্যাংকিং চ্যানেল, ই-কমার্স ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে। দেশের সর্বোচ্চ বিনিয়োগকারী ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ ১ লাখ কোটি টাকার বেশি। ব্যাংকের অর্থায়নে গড়ে উঠেছে দুই হাজারের বেশি কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান। দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এক-তৃতীয়াংশ আসছে ব্যাংকটির মাধ্যমে। প্রতিষ্ঠার কাল থেকে এ পর্যন্ত ৩৩ দশমিক ৯ লাখ কোটি টাকা রেমিট্যান্স দেশে এনেছে এ ব্যাংক। রেমিট্যান্স আহরণের লক্ষ্যে বিশ্বের ১৪৭টি প্রতিষ্ঠানের সঙ্গে এর রেমিট্যান্স সংক্রান্ত চুক্তি রয়েছে ব্যাংকটির। ইসলামী ব্যাংক কাজ করছে সামাজিক দায়বদ্ধতা নিয়ে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অধীনে ১৯টি হাসপাতাল, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, দুস্থ মহিলা পুনর্বাসন কেন্দ্রসহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেড় কোটি মানুষ এই কার্যক্রমের সুবিধাভোগী। দেশের অমুসলিমদের মাঝেও রয়েছে ইসলামী ব্যাংকের জনপ্রিয়তা । বিশ্বের শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়া ব্যাংকটি অর্জন করেছে ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক ফোরাম প্রদত্ত ওয়ার্ল্ডস বেস্ট ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড। দি এশিয়ান ব্যাংকার প্রদত্ত স্ট্রংগেস্ট ব্যাংক ইন বাংলাদেশ স্বীকৃতি সহ ক্যামব্রিজ আইএফ অ্যানালিটিকা এ ব্যাংককে স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন এশিয়া পুরষ্কার। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সততা ও সেবার মনোভাব সবসময় প্রশংসিত হয়েছে। এ ব্যাংক জাতি, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ব্যাংক। টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় খাতে বিনিয়োগ প্রদান করে ব্যাংকটি জাতীয় অর্থনীতিতে অনবদ্য অবদান রেখে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক। প্রজন্মনিউজ২৪/এসএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ