যেসব কাজ করবেন না রেলভ্রমণের সময়

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২১ ১১:৩৫:৫৮

যেসব কাজ করবেন না রেলভ্রমণের সময়

শখের বশে কিংবা জরুরি কাজে অনেকেই রেলে ভ্রমণ করেন। রেলে চড়তে স্টেশনে গিয়ে কিংবা অনলাইনে টিকেট বুকিং দেওয়া যায়। তবে করোনা মহামারীর কারণে অনলাইনে টিকেট বুকিং দেওয়াই নিরাপদ।

রেলওয়ের নিয়ম অনুযায়ী একজনের টিকেট অন্যজনের কাছে হস্তান্তর করা যায় না। যদি কেউ এমন করেন, তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। রেল ভ্রমণের সময় যেসব কাজ করা যাবে না, সেসব নিয়েই আজকের আয়োজন-

বিনা টিকেটে ভ্রমণ করবেন না

স্টেশনে গিয়ে অথবা অনলাইনে টিকেট বুকিং করুন। ভ্রমণের অন্তত দুই সপ্তাহ আগে টিকেট বুকিং করে রাখা উত্তম। বিনা টিকেটে রেলে ভ্রমণ করলে টিটির কাছে হেনস্থা হতে হয় এবং মোটা অঙ্কের জরিমানা দিতে হয়।

সতর্ক থাকুন

ছিনতাইকারী, চোর বা পকেটমারের হাত থেকে নিজেকে দূরে রাখুন। ভিড়ের মধ্যে নিজের পকেট সাবধানে রাখতে হবে। বিশেষ করে লাগেজ ও মানিব্যাগ যত্ন করে রাখুন।

দেরি করবেন না

রেলের নির্ধারিত সময়ের একটু আগেই স্টেশনে পৌঁছানো উচিত। এতে করে সুবিধামতো লাগেজ নিয়ে ট্রেনে ওঠা যায়।

বড় নোট রাখবেন না

খুচরা টাকা না থাকার কারণে অনেক জায়গায় ভোগান্তিতে পড়তে হয়। কারণ ৫০০ বা ১০০০ টাকার বড় নোট থেকে কেউ খুচরা করে দিতে চায় না। তাই সবসময় খুচরা টাকা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ। ৫০ বা ১০০ টাকার নোট সঙ্গে রাখলে প্রয়োজনে ব্যবহার করা যাবে।

প্রজন্মনিউজ২৪/এসআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ