প্রকাশিত: ২২ মার্চ, ২০২১ ১১:৩১:৫৪
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২২ মার্চ) পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তাঁরা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু জানিয়েছেন, দৈনিক জনকণ্ঠের সম্পাদকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আজ সোমবার মারা গেছেন। অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন বিশ্বাস এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তপন জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন আতিকউল্লাহ খান মাসুদ। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আজ সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।#
প্রজন্মনিউজ২৪/ফাহাদ
আজ বন্ধ রয়েছে বাংলাবান্ধায় আমদানি-রফতানি
করোনায় আক্রান্ত আমান উল্লাহ, হাসপাতালে ভর্তি
টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরি, আটক ২
কিশোরগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তহবিল অপব্যবহার অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে
৯ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রথম দিনেই ৭ বিশেষ ফ্লাইট বাতিল