লাইফ সাপোর্টে চলচিত্র অভিনেতা শাহীন আলম

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২১ ০৪:৪৭:০৩

লাইফ সাপোর্টে চলচিত্র অভিনেতা শাহীন আলম

বাংলা চলচ্চিত্রের একসময়ের নায়ক শাহীন আলম লাইফ সাপোর্টে আছেন। তার কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে আছেন তিনি।

সোমবার (৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

শাহীন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে এক পলকে, দাগী সন্তান, গরিবের সংসার, বাঘা-বাঘিনী, তেজী, চাঁদাবাজ, ঘাটের মাঝি, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ