প্রকাশিত: ০৮ মার্চ, ২০২১ ০৪:১০:০৪
ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলার ধৃষ্টতা দেখালে দেশটির রাজধানী তেলআবিব ও হাইফা গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুশিয়ার করেছে তেহরান।
সম্প্রতি ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ তেহরানে সম্ভাব্য সামরিক হামলার জন্য তেলআবিব যে পরিকল্পনা করছে বলে বক্তব্য দিয়েছেন, তার জবাবে গতকাল রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ওই হুশিয়ারি দেন। খবর তাসনিম নিউজের। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের শাসকগোষ্ঠী সামান্য বাড়াবাড়ি করলে তেলআবিব ও হাইফা শহর গুঁড়িয়ে দেওয়া হবে।
জেনারেল হাতামি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, মাঝে মাঝে তারা ছোটমুখে অনেক বড় বড় কথা বলে ফেলেন। এসব হুমকি-ধমকির মাধ্যমে এটি স্পষ্ট যে, তারা চরম হতাশাগ্রস্ত।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনেক বছর আগে ইহুদিবাদীদের সমুচিত জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইল আমাদের প্রধান শত্রু নয়; এমনকি ইরানের সঙ্গে শত্রুতা বজায় রাখার ন্যূনতম যোগ্যতাও তাদের নেই।
প্রজন্মনিউজ২৪/ মামুন
আজ বন্ধ রয়েছে বাংলাবান্ধায় আমদানি-রফতানি
করোনায় আক্রান্ত আমান উল্লাহ, হাসপাতালে ভর্তি
টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরি, আটক ২
কিশোরগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তহবিল অপব্যবহার অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে
৯ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রথম দিনেই ৭ বিশেষ ফ্লাইট বাতিল