বাবা-মায়ের কবর জিয়ারত করতে দিল্লিতে শাহরুখ

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২১ ০৬:৩৪:৪৬

বাবা-মায়ের কবর জিয়ারত করতে দিল্লিতে শাহরুখ

শৈশবকাল থেকে শাহরুখ খান বেড়ে উঠেছেন দিল্লিতে। দিল্লি তার জন্মের শহর। ব্যস্ত রুটিনের মধ্য থেকেও সময় বের করে গিয়েছিলেন সেই দিল্লিতে, যেখানে তার শৈশব পড়ে আছে। দিল্লিতে গিয়ে প্রথমে গিয়েছিলেন মা-বাবার কবর জিয়ারত করতে

অভিনেতার এই ব্যক্তিগত মুহূর্ত ধরা পড়ে পাপারাৎজিদের ক্যামেরায়। সাদা শার্ট, কালো প্যান্টে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। রুমাল দিয়ে মাথা ঢেকেছিলেন কিং খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি উঠে আসে।

এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে মা-বাবাকে নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেতা শাহরুখকে। অভিনেতার বাবা তাজ মহম্মদ খান পেশোয়ার থেকে ভারতে এসেছিলেন। শাহরুখের বয়স যখন ১৫ বছর, ক্যান্সারে বাবাকে হারান তিনি। দীর্ঘ অসুস্থতার পর ১৯৯০ সালে কিং খানের মাও এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমান।

আকস্মিকভাবে মা-বাবার চলে যাওয়া সে সময় মেনে নিতে পারেননি তিনি (সাহরুখ)। জীবনে তার যে শূন্যতা তৈরি হয়েছিল, অভিনয়ের মাধ্যমে তিনি তা পূরণ করতে চেয়েছিলেন। তখনই বড় পর্দায় অভিনয়ের সুযোগ আসে তার। তাই অভিনয়কে শাহরুখ নিছক অভিনয় হিসেবে দেখেন না। এই পেশা তার অনুভূতি প্রকাশ করার মাধ্যমও বটে।

সূত্র : আনন্দবাজার

প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ