প্রকাশিত: ০৭ মার্চ, ২০২১ ০৪:৪৭:১৫
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, দুটি টেস্ট একই ভেন্যুতে হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কলম্বো। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই সফরকারি দলকে।
তিনি আরও জানান, ফিরতি সফরে আবার ২০ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেই সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কান দল।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে শ্রীলংকায় সিরিজ খেলতে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। তবে করোনা পরিস্থিতিতে শ্রীলংকান স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টিনের কঠিন শর্ত দেয়ায় সিরিজ স্থগিত হয়।
প্রজন্মনিউজ২৪/ মামুন
এবার ওমরাহ পালনে নতুন নির্দেশনা
দেশের কওমি মাদরাসা বন্ধ করতে জেলা প্রশাসকদের কড়া নির্দেশ!
দেশে চাহিদার তুলনায় অক্সিজেন ঘাটতি ৬৫ মেট্রিক টন!
আজ দ্বিগুণ টাকা তোলা যাবে এটিএম বুথে
করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করলেন সুজিত রায়
আজ ব্যাংকে লেনদেন চলবে ৩টা পর্যন্ত
জাতিসংঘে ইরানের চিঠি: পরমাণু স্থাপনায় হামলা যুদ্ধাপরাধের শামিল
উর্পাজনে অনিশ্চয়তায় ঢাকা ছাড়ছে শ্রমজীবিরা