প্রকাশিত: ০৭ মার্চ, ২০২১ ০৩:১৯:৩৫
সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোনায়েম (৬০) নামে শিল্প পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
রোববার (০৭ মার্চ) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোনায়েম শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল হক বাংলানিউজকে জানান, রাতে সরকার মার্কেট এলাকায় ডিউটিতে ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
প্রজন্মনিউজ২৪/গাজীআক্তার
কাশিয়ানী থানা কোয়ার্টারে এসআইয়ের আত্মহত্যা
থেমে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত
"বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, দিনাজপুর জেলা শাখা"
জরুরি চলাচলে চালু হচ্ছে 'মুভমেন্ট' পাস
কক্সবাজারে গৃহবধূকে গুলি করে হত্যা
নারায়নগঞ্জ রয়্যাল রিসোর্টে ভাঙচুরের মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
গাইবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ব্যবসায়ীর মৃত্যু, মামলা নেয়নি পুলিশ!
মমতাকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বললেন অমিত শাহ