রোজা ভাঙবে কি করোনার টিকা গ্রহণে?

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২১ ০১:৫৩:৩৮

রোজা ভাঙবে কি করোনার টিকা গ্রহণে?

রমজানে টিকা গ্রহণে মানুষের উদ্বেগের কথা বিবেচনা করে ব্রিটিশ ইসলামিক মেডিকেল গ্রুপগুলো জানিয়েছে যে, কোভিড-১৯ টিকা গ্রহণে মুসলিমদের রোজা ভাঙবে না।

এক বিবৃতিতে ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, ‘ইসলামি বিশেষজ্ঞদের মতামত অনুসারে বর্তমানে যুক্তরাজ্যে লাইসেন্সপ্রাপ্ত কোভিড -১৯ টিকা গ্রহণের ফলে রোজা ভাঙবে না। রোজার জন্য কারোরই টিকা গ্রহণে বিলম্ব করা উচিত নয়।’

এক বিবৃতিতে ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, ‘ইসলামি বিশেষজ্ঞদের মতামত অনুসারে বর্তমানে যুক্তরাজ্যে লাইসেন্সপ্রাপ্ত কোভিড -১৯ টিকা গ্রহণের ফলে রোজা ভাঙবে না। রোজার জন্য কারোরই টিকা গ্রহণে বিলম্ব করা উচিত নয়।’

এ বিষয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সচিব ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘রোজা রেখে টিকা দেওয়ার বিষয়ে ধর্মীয় কোনো বিধি-নিষেধ নেই। আগামী সপ্তাহে এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক আছে। রমজান মাসে মানুষকে টিকা নিতে আগ্রহী করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সেদিন সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত মোতাবেক ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদে এ বিষয়ে মানুষকে সচেতন করবে।’

প্রজন্মনিউজ২৪/লিংকন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ