নাটোরে বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা-২০২১ উদ্বোধন

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২১ ০২:০৭:০৪

নাটোরে বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা-২০২১ উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় নাটোরের উদ্যোগে ও পিপলস্ ফুটওয়্যার এন্ড লেদার গুডস্ এর সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিসিক নাটোর শিল্পনগরীতে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী 'বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা-২০২১' শুরু হয়েছে।

সংসদ সদস্য নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল গতকাল (৫ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করেন নাটোর জেলার জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাফর বায়েজীদ, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী।

বিশেষ অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মেলার আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। স্বাস্থ্যববিসিক স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ মেলায় আগত উদ্যোক্তা ও ক্রেতা-বিক্রেতাগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিঁনি বলেন করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাগণকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোহিতা করা হবে।

মেলায়, ৫০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, চামড়া ও চামড়াজাত পণ্য, ঘরের অভ্যন্তরীণ সাজ-সজ্বা সামগ্রী, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ।

মেলা প্রতিদিন সকাল  ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থ এসব উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে এবং তাঁদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে  সারাদেশে মেলা করার উদ্যোগ গ্রহণ করেছে বিসিক। ইতোমধ্যে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম,  বগুড়া, ঝিনাইদহ, সিলেট, নেত্রকোণা, ফেনী জেলায় মেলার আয়োজন করেছে বিসিক।

প্রজন্মনিউজ২৪/লিংকন

এ সম্পর্কিত খবর

বিশ্ব বই ও কপিরাইট দিবস আজ

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে পায়েস, আটা, ভাত ও পোলাও

নাটোরে ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

এডিস মশার লার্ভা পাওয়া গেলেই জেল-জরিমানার হুঁশিয়ারি

আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা

ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস

মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্দিষ্ট একটি দেশের ইশারায় চলে বাংলাদেশ : ব্যারিস্টার আবু সায়েম

নতুন নির্বাচন ও বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

 সিংড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ