মুনাফায় ধস পড়ল সোনালী আঁশের

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২১ ০৫:০৩:৩৮ || পরিবর্তিত: ০৪ মার্চ, ২০২১ ০৫:০৩:৩৮

মুনাফায় ধস পড়ল সোনালী আঁশের

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের মুনাফায় ধস নেমেছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে (২০২০ সালের জুলাই - ডিসেম্বর) আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে পাঁচ ভাগের এক ভাগ।   

আজ (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) হতে  কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের  ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সোনালী আঁশ শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৩ পয়সা। অর্থাৎ অর্ধ-বার্ষিক হিসাবে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৯৭ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় কমেছে। ২০২০ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৫ টাকা ৭৯ পয়সা, যা ২০১৯ সালের ডিসেম্বর শেষে ছিল ২২৭ টাকা ১৪ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ২০২০ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৫ টাকা ৬৩ পয়সা।

প্রজন্মানিউজ২৪/এসএ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ