টিকা ব্যবস্থাপনায় বিশ্ব প্রসংসার মুখে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২১ ০৩:৪৩:৫৩

টিকা ব্যবস্থাপনায় বিশ্ব প্রসংসার মুখে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারী করোনাভাইরাসের (কোভিট-১৯) টিকা ব্যবস্থাপনায় বর্তমানে গোটা বিশ্বে প্রসংসার মুখে বাংলাদেশ।

বুধবার (৩ মার্চ) সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,এখন পর্যন্ত  ‘(দেশে) ৩৩ লাখ মানুষ (করোনার) টিকা নিয়েছেন। সবাই সুস্থ ও নিরাপদ আছেন। কারো কোনো সমস্যা হয়নি, এটাই আমাদের সবচাইতে বড় অর্জন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, দেশে করোনার টিকা নেওয়ার জন্য প্রায় ৪৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী জুন-জুলাইয়ের মধ্যে চার কোটি টিকা আমাদের কাছে মজুদ হচ্ছে। এর বাইরে কোভ্যাক্স এক কোটি ৯ লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’

‘টিকা কেনার জন্য বিশ্বব্যাংক পাঁচশ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এ ছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থা টিকা কার্যক্রম পরিচালনার জন্য সাড়ে তিন হাজার মিলিয়ন ডলার দিতে চায়, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় অলাভজনক স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচি থেকে আগামী মে মাসের মধ্যে বাংলাদেশ এক কোটি ৯ লাখ আট হাজার কোভিড-১৯-এর টিকা পাবে।

প্রজন্মনিউজ২৪/এমএ

এ সম্পর্কিত খবর

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ