সোশ্যাল মিডিয়ায় কোহলির মাইলফলক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২১ ১২:৪৬:৪৫ || পরিবর্তিত: ০৩ মার্চ, ২০২১ ১২:৪৬:৪৫

সোশ্যাল মিডিয়ায় কোহলির মাইলফলক

এবার মাঠের বাইরে শতরান বিরাট কোহলির। প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবেসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ৩২ বছর বয়সী কোহলি এশিয়া থেকেও প্রথম ব্যক্তিত্ব হিসেবে এই মাইলস্টোন অর্জন করলেন।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) টুইট করে কোহলির এই কৃতিত্বের কথা লিখেছে।

এর আগে এ তালিকায় নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, হলিউডের অভিনেতা ও কুস্তিগীর দ্যা রক, আমেরিকার পপ গায়িকা বিয়ন্সে নোয়েলস ও অভিনেত্রী-গায়িকা আরিয়ানা গ্রান্ডে।

এই মুহুর্তে কোহলি ইনস্টাগ্রামে ফলোয়ারদের সংখ্যার হিসেবে ক্রীড়াবিদদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন। পর্তুগাল তথা জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২৬৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। তিনিই তালিকায় সবার উপরে। এরপরে রয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার কিংবদন্তি লিয়োনেল মেসি। তাঁর রয়েছে ১৮৬ মিলিয়ন ফলোয়ার। তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। তাঁর আছে ১৪৭ মিলিয়ন ফলোয়ার।

ভারত অধিনায়ক কোহলি ইতিমধ্যেই টেস্টে ২৭টি শতরান ও একদিনের ম্যাচে ৪৩টি শতরানের মালিক। গত দুবছর ধরে ইনস্টাগ্রামে তিনিই ভারতের সবথেকে আলোচিত ব্যক্তিত্ব।

প্রজন্মনিউজ২৪/লিংকন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন