রাহিমা আহম্মেদ শ্রাবণীর কবিতা : মনের পথিক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২১ ০৩:২৯:০৭

রাহিমা আহম্মেদ শ্রাবণীর কবিতা : মনের পথিক

       মনের পথিক

রাহিমা আহম্মেদ শ্রাবণী

 

আমার মনের মেঠো পথের পথিক যে ছিলে তুমি ,

হেসে খেলে নেচে নেচে চলেছো কত আগামী।

দেখে আমার মুখের সোনার হাসি,

স্বপ্ন দেখেছো রাশি রাশি ,

কত আশা আর কত রঙের কথার ভাষাবাসি,

একটা প্রহর কেটে বলতা তুমি চলে আসি।

আমি যে তোমার মনের রাজকুমারী,

আমায় নিয়ে দিবে নাকি সাগরদেশে পাড়ি।

বাধবে নাকি সোনার বাড়ি,

সুখ দুঃখকে সঙ্গি করি।

কোথায় গেল সেসব কথা,

মনে আজ হাজারো ব্যথা ,

সৃষ্টির সেরা হয়ে তুমি হয়েছো আজ স্বার্থপর।

তুমি শুধুই করে গেছ নাটক আর অভিনয়।

তোমার মনে নেই কি স্রষ্টার ভয়,

একদিন ঠিক হবেই তোমার চির পরাজয়।

প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ