ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ৩ বছরের জেল

প্রকাশিত: ০২ মার্চ, ২০২১ ১০:২৩:৪৬

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ৩ বছরের জেল

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে (৬৬) দুর্নীতির দায়ে তিন বছর জেল দেওয়া হয়েছে। অবশ্য তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি বাড়িতেই বন্দিদশা কাটাতে পারবেন। সারকোজির পায়ে শুধু একটি যন্ত্র বাঁধা থাকবে। সোমবার (১ মার্চ) তার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় এই সাজা পেতে হলো তাকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

জানা গেছে, তার বিরুদ্ধে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। একই অপরাধে ওই ম্যাজিস্ট্রেট এবং সারকোজির আইনজীবীর থিয়েরি হেরজঁরও একই সাজা হয়েছে। অভিযোগ রয়েছে ম্যাজিস্ট্রেট গিলবার্ট অ্যাজিবার্টকে মোনাকো শহরে বড় চাকরি দেওয়ার বিনিময়ে সারকোজি তার রাজনৈতিক দলের বিরুদ্ধে ফৌজদারী প্রক্রিয়ার গোপন তথ্য হাতিয়েছিলেন।

তবে আদালতের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে সারকোজির। উল্লেখ্য, ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট হিসেবে কারাবাসের সাজাপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হলেন সারকোজি। এর আগে ২০১১ সালে জাক শিরাকের দু’বছরের কারাদণ্ড হয়েছিল।

প্রজন্মনিউজ২৪/সাইফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ