প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:০৪:৫৬
দেশে এই প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জমকালো আয়োজনে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
‘বসগিরি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাকিব খান। আর শ্রেষ্ঠ নায়িকা নির্বাচিত হয়েছেন শবনম ববুলী। মঞ্চে শাকিব খানের নাম ঘোষণা করেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু ব্যক্তিগত কারণে শাকিব খান অনুপস্থিত থাকায় তার পুরস্কারটি গ্রহণ করেন বুবলী।
এ সময় প্রতিমন্ত্রী পলক জানান, ‘বস আসেননি সেজন্য পুরস্কারটি বুবলীর হাতে দেওয়া হলো।’ এর আগে শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার নিয়েছেন বুবলী। একই সিনেমা সংশ্লিষ্ট হওয়ায় শাকিবের পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয়।
নিজের পুরস্কার গ্রহণকালে অনুভূতি ব্যক্ত করে বুবলী বলেন, আমি সত্যিই অনেক আনন্দিত, এমন একটি সম্মাননা পেয়ে। এ জন্য চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আমার ‘বসগিরি’ সিনেমার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই পলক স্যারকে, উনার হাত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং সকল জুরি ও ভক্ত-দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি।
২০২০ সালে ওটিটি ও ইউটিউবে মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর ওপর ভিত্তি করে সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। যেখানে জুরি বোর্ডের রায়ে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী। দুটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ মোট ২৩টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এ অ্যাওয়ার্ড।
প্রজন্মনিউজ২৪/এমএ
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই
আন্তর্জাতিক পুরস্কার পেল ফিলিস্তিনি চলচ্চিত্র
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী মিতা হক আর নেই
করোনার দ্বিতীয় ডোজ নিলেন ক্রিকেটাররা
খোলা আকাশের নিচে দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র
মানুষ বাঁচাতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী
'স্বাধীনতা পুরস্কার-২০২১' দেওয়া হবে না