প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২২:১৮
বিশ্ববাজারে কমেছে সোনার দাম। এতে করে টানা দুই সপ্তাহ ধরে কমছে । আট মাসের মধ্যে সর্বনিন্ম পর্যায়ে সোনার দাম। গত এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ। দাম কমেছে বাংলাদেশের বাজারেও।
বিশ্ববাজারে সোনার দাম কমায় গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারেও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে।
বাংলাদেশে সোনার দাম কমানোর পর বিশ্ববাজারে কয়েক দফা দাম কমেছে। গেল সপ্তাহের শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩৫ দশমিক ৪৯ ডলার কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৬৭ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৩৪ দশমিক ৩৯ ডলারে নেমে এসেছে। আগের সপ্তাহে সোনার দাম কমে ২ দশমিক ১৪ শতাংশ। টানা দুই সপ্তাহের এই পতনে আট মাসের মধ্যে সোনার দাম এখন সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।
প্র্রজন্মনিউজ২৪/এসএ
করোনা সংক্রমন রোধে কঠোর লকডাউন শুরু
উর্পাজনে অনিশ্চয়তায় ঢাকা ছাড়ছে শ্রমজীবিরা
"বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, দিনাজপুর জেলা শাখা"
নারায়নগঞ্জ রয়্যাল রিসোর্টে ভাঙচুরের মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
ফেনীতে জেলেদের জালে ধরা পড়ল ২২ কেজির বোয়াল!
আজ পর্দা নামছে মহামারিকালের বই মেলার
দারুন জয় দিয়ে আসর শুরু করলো সাদামাটা ‘সাকিবের কলকাতা‘
আজ মাঠে নামছে সাকিবের দল কোলকাতা