গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি-চার্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৫৫:৫৩ || পরিবর্তিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৫৫:৫৩

গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি-চার্জ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধীভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা পরিক্ষার দাবিতে সড়ক অবরোধ করে। এতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। 

আজ (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। এতে তাদের ওপর  লাঠিচার্জ করে সড়ক থেকে উঠিয়ে দেয় পুলিশ। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। সর্বশেষ বিকেল পাঁচটায়ও এ বিক্ষোভ চলছিল।  অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে কলেজের সামনে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইসমাত রুমিনা বলেন, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে কথা না বলেই আন্দোলন শুরু করে। তারা চাইছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে দিকনির্দেশনা আসুক। আমরা অভিযোগগুলো লিখিত আকারে দিতে বলেছি।

লালবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফিরোজ লাঠিচার্জের ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

প্রজন্মনিউজ২৪/এসএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ