৫ এপ্রিল থেকে চবি ভর্তি আবেদন শুরু

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:০৪:০২

৫ এপ্রিল থেকে চবি ভর্তি আবেদন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল সকাল ১১টা থেকে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৫ জুন ও ২৮ জুন থেকে ০১ জুলাই এবং ০৫ জুলাই থেকে ০৮ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এতে বলা হয়, ০৫ এপ্রিল সকাল ১১:০০টা থেকে ৩০ এপ্রিল রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ০২ মে রাত ১১:৫৯টা পর্যন্ত জমা দেয়া যাবে।

প্রজন্মনিউজ২৪/মাহফুজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ