বিকেলে আবুল মকসুদের লাশ দাফন আজিমপুর কবরস্থানে

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০১:৩৯:১২ || পরিবর্তিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০১:৩৯:১২

বিকেলে আবুল মকসুদের লাশ দাফন আজিমপুর কবরস্থানে

রাজধানীর আজিমপুর কবরস্থানে বুধবার বিকেলে কলামিস্ট, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদকে দাফন করা হবে। বুধবার সকালে আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বেলা আড়াইটায় তার বাবার কফিন হাসপাতাল থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জানানোর পর জানাজায় অংশ নেবেন।

এরপর আবুল মকসুদের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আরেক দফা জানাজা হবে। বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল মকসুদ। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রজন্মনিউজ২৪/লিংকন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ