বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ ও আহত ২৩

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪০:২১

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ ও আহত ২৩

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
নিহতদের মধ্যে বগুড়া জেলার মাঝিড়া বি-ব্লকের মৃত মোকছেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের (৭৮) পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া থেকে যুগান্তর পরিবহনের একটি বাস ময়মনসিংহ যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ