প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৩২:৫৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হলিউড অভিনেতা ও সাবেক রেসলিং তারকা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, 'লোকে চাইলে ভবিষ্যতে আমি প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করব। মন থেকেই এ কথা বলছি। আমার এই জবাবকে অহেতুক বকবক হিসেবে না ধরার কথা বলেন তিনি।
নিজের তরুণবেলা ঘিরে বানানো এনবিসি'র নতুন সিরিজ 'ইয়ং রক'-এর এক প্রচারণা অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ২০৩২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে দেখা যেতে পারে তাকে। মানুষের কথা শুনব। চোখ-কান খোলা রেখে নাড়ি-নক্ষত্র বোঝার চেষ্টা করব বলে জানান তিনি।
এর আগে ২০১৭ সালে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর 'সত্যিকারের সম্ভাবনা' রয়েছে তার।
প্রজন্মনিউজ২৪/লিংকন
ময়না তুমি আইও আমার বাড়িতে বইতে দেমু পিঁড়িতে
রক্তক্ষয়ী দিনের পর মিয়ানমারে আবারও বিক্ষোভকারীদের ওপর হামলা
হঠাৎ মিরপুর স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান
গুলশানে এইচ টি ইমামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
থাইল্যান্ড-মিয়ানমার হয়ে বাংলাদেশে ১০ কোটি টাকার মাদক ‘আইস’
তদন্তে মুশতাকের ‘মৃত্যু স্বাভাবিক’