ভারতে টি-২০ বিশ্বকাপে ভিসার অনিশ্চয়তা ভোগছে পাকিস্তান

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:২৪:৩৬

ভারতে টি-২০ বিশ্বকাপে ভিসার অনিশ্চয়তা ভোগছে পাকিস্তান

ভারতের মাটিতে সবশেষ টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০১৬ সালে। পাকিস্তান ক্রিকেট দল ওই বছরই ভারতে শেষ ম্যাচ খেলেছিল। তারপর দুই দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে। চলতি বছরের শেষ দিকে আবারও টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তার আগে ভিসা জটিলতায় পড়ার আশঙ্কা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই ভারত সরকারের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছে পিসিবি। এজন্য মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা। ভিসার নিশ্চয়তা না পেলে টি-২০ বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নেওয়া তথা আয়োজক পরিবর্তনের দাবি তুলবে পিসিবি।

লাহোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, আইসিসির হোস্ট এগ্রিমেন্ট অনুযায়ী এই দাবি করছে পাকিস্তান। বিশ্বকাপের সময় পাকিস্তানের ক্রিকেটার, কর্মকর্তা, সমর্থক, সাংবাদিকদের ভিসা ও নিরাপত্তার লিখিত নিশ্চয়তা চেয়েছে পিসিবি।

এহসান মানি বলেন, ‘আমাদের সরকার কখনও বলেনি আমরা ভারতে খেলতে পারব না। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে আমরা আইসিসির সঙ্গে একমত হয়েছি আর এখন কথা লঙ্ঘন করতে পারি না। আইসিসিকে পরিষ্কার বলে দিয়েছি, আমরা ভারত সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চাই। কেবল দল ও খেলোয়াড়দের জন্য নয়, আমাদের ভিসা প্রয়োজন সমর্থক, সংবাদকর্মী ও বোর্ড কর্তাদের জন্যও। এগুলো সবই আইসিসির ‘হোস্ট এগ্রিমেন্ট’ এ পরিষ্কার বলা আছে এবং সে অনুযায়ীই আমরা দাবি করেছি।’

গত বছরই এ নিশ্চয়তা দেয়ার কথা ছিল। যা এনে দিতে পারেনি আইসিসি। পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘এক জায়গায় আইসিসি কথা রাখতে পারেনি। তারা বলেছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভিসা সমস্যা সমাধান হবে, কিন্তু হয়নি। আমি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আইসিসি চেয়ারম্যানের কাছে সরাসরি বিষয়টি উত্থাপন করেছি। পরে আইসিসি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি এবং তাদের বলেছি, আমি মার্চের মধ্যে পরিষ্কার একটি সিদ্ধান্ত চাই। তারা সময় নিয়েছে মার্চের শেষ পর্যন্ত। এর মধ্যে যদি না হয়, আমি দাবি করব আসরটি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার জন্য।’

প্রজন্মনিউজ২৪/সাইফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ