সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৫৫:৩১ || পরিবর্তিত: ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৫৫:৩১

সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস

সিলেট প্রতিনিধি : আজ (২১ফেব্রুয়ারী) বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি  সিলেটে পালিত হয়েছে। অমর একুশে ফেব্রুয়াররিতে শহীদ মিনারে সর্বশ্রেণীর মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যে দিয়ে পালিত হলো দিবস।

 

মহান শহীদ দিবস  উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রভাতফেরি ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, , সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

 

মহান শহীদ দিবস  উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুব মহিলা লীগ। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণা, ও দলের অন্যান্যরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।

 

মহান শহীদ দিবস  উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সুরমা বয়েজ ক্লাব।শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

 

দিবসটি উপলক্ষে মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ কে এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল লিমনের উদ্যোগে প্রভাত ফেরির মাধ্যমে সকাল সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল ৯টায় কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ও পুলিশ লাইন্স স্কুলের শহিদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এসএমপি'র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সকল পেশার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের মধ্যে দিয়ে অতিবাহিত হয় দিনটি। 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ