ভাষা শহীদদের স্মরণে "সওগাত"র বর্ণাঢ্য র‌্যালি ও কবর জেয়ারত

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:৪৬:২২ || পরিবর্তিত: ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:৪৬:২২

ভাষা শহীদদের স্মরণে

দেলাওয়ার হোসাইনঃ

জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের স্মরণে বর্ণাঢ্য র‌্যালি ও কবর জেয়ারত করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন, সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাজধানীর আজিমপুর গোরস্থানে শহীদ শফিউর রহমান, শহীদ আবুল বরকত ও শহীদ আবদুল জব্বারের কবরে শ্রদ্ধা নিবেদন করে এ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

র‌্যালিটি নিউমার্কেট পুলিশ বক্স থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আজিমপুর গোরস্থানে যায়। সেখানে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান মুহা. শফিউল্লাহ।

 

জেয়ারত শেষে আজিমপুর মোড় হয়ে মেয়র হানিফ মসজিদে সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস এর নির্বাহী পরিচালক মামুন হোসাইন, দপ্তর সম্পাদক সাহাদ নুরুল্লাহ সহ সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ পরিচালক ইমাম হোসাইন। আরও উপস্থিত ছিলেন সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদের বিভিন্ন পর্যায়ের শিল্পী শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা বৃন্দ।

প্রজন্মনিউজ২৪/মাহফুজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন