করোনায় আরও ২ হাজার মার্কিনির মৃত্যু

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১২:০৫:২৯

করোনায় আরও ২ হাজার মার্কিনির মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বমুখী তাণ্ডব এখনো অব্যাহত রয়েছে। গত একদিনেও প্রায় ৭০ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। পাশাপাশি নতুন করে প্রাণ ঝরেছে প্রায় ২ হাজার ভুক্তভোগীর। এ নিয়ে চীন থেকে ছড়িয়ে পড়া করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ছুঁতে চলেছে। তবে বেড়েছে সুস্থতাও।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত একদিনে ৬৯ হাজার ৬১৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯০৭ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৫ লাখ ৯ হাজার ৮৭৫ জনে ঠেকেছে।

অন্যদিকে, গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৯৬ হাজার। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৮৯ লাখে পৌঁছেছে। 

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।

প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ