চট্টগ্রামে অসহায় মানুষের শেষ ভরসা রোগী কল্যাণ সমিতি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ০১:১৯:৫৩

চট্টগ্রামে অসহায় মানুষের শেষ ভরসা রোগী কল্যাণ সমিতি

চিকিৎসার জন্য নিঃস্ব হওয়া মানুষের শেষ ভরসার স্থল চট্টগ্রাম মেডিকেলের মানবিক প্রতিষ্ঠান অসহায় মানুষের সহায় রোগী কল্যাণ সমিতি। বিনা পয়সায় চিকিৎসা সামগ্রী নিতে ভিড় করছেন প্রতিদিন শতশত মানুষ। সরকারি সহায়তার পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় চলছে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রোগী কল্যাণ সমিতি।

রুমা আক্তার। দু'মাস আগে ক্যান্সার আক্রান্ত মেয়েকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। এ জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বলটুকুও হারিয়েছেন। তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে রোগী কল্যাণ সমিতি। দিচ্ছেন চিকিৎসা সহায়তা।

রুমা আক্তার বলেন, ওরা আমার মেয়ের চিকিৎসায় সহায়তা এগিয়ে আসছে। আমি সেজন্য এখানে এসেছি।

রুমার মতো শতশত দুঃস্থ ও অসহায় মানুষের শেষ ভরসার স্থান মেডিকেলের রোগী কল্যাণ সমিতি। প্রতিদিন কয়েকশো মানুষ বিনা পয়সায় পাচ্ছেন ওষুধসহ নানা চিকিৎসা সেবা।

কিডনিতে আক্রান্ত মোহাম্মদ শরীফ বলেন, প্রতি সপ্তাহে ২-৩টি ডায়ালাইসিস করেন। তারা আমাকে আর্থিকভাবে অনেক সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন। 

প্রতিষ্ঠানটি করোনাকালে ১ কোটি টাকা মূল্যের অক্সিজেন ও পিপিইসহ নানা চিকিৎসা সামগ্রী দিয়েছে হাসপাতালে। হৃদরোগ বিভাগে স্থাপন করেছে ১৫ শয্যার পূর্ণাঙ্গ বেড।

চট্টগ্রামের রোগী কল্যাণ সমিতি ভাইস প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ তৈয়ব শিকদার বলেন, পৃথিবীতে মানুষের সেবা দেয়া সবচেয়ে উত্তম কাজ। এজন্য আমি এটাকে নেশা ও পেশা হিসেবে বেঁচে নিয়েছি।

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানটি মূলত চলে সরকারি অনুদান, ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান এবং যাকাত ফান্ডের টাকায়।

সমাজ সেবা অধিদপ্তরের অফিসার অভিজিৎ সাহা বলেন, প্রতিষ্ঠানটি গরীব রোগীদের চিকিৎসায় সহায়তা দিয়ে আসছেন। তারা সব ধরনের রোগীদের সহায়তা দিচ্ছেন। যার যেটা প্রয়োজন।

তথ্য সূত্রে, রোগী কল্যাণ সমিতি এ পর্যন্ত ৩ লাখ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে।

প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ