বাংলাদেশ ব্যাংকের ৩৯৪ জনের তালিকা হাইকোর্টে

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:৫৫:৫৩

বাংলাদেশ ব্যাংকের ৩৯৪ জনের তালিকা হাইকোর্টে

বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগে ২০১০ সাল থেকে দশ বছর যাবৎ কর্মরত ৩৯৪ জনের নামের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছ।

 

আজ (১৫ ফেব্রুয়ারি)এই তালিকা দখিল করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ৩৯৪ জনের নামের এ তালিকা বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে।

 

 

হাইকোর্টের দেয়া এক নির্দেশে, তিনটি বিভাগে গত ২০০৮ থেকে ২০২০ সাল দায়ত্বে থাকাদের নাম, পদবি ও ঠিকানা সরবারাহ করতে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। একই সাথে ওই সময়ে অর্থপাচার রোধে এ কর্মকর্তাদের ব্যর্থতা আছে কিনা এবং দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টকে জানাতে বলা হয়।

 

তার আগে ২১ জানুয়ারি পিকে হালদার কান্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তদের নামেরা তালিকা  চেয়েছিল হাইকোর্ট । বাংলাদেশ ব্যাংক গভর্নরকে এ তালিকা দাখিলের কথা বলা হয়েছিল।

 

প্রজন্মনিউজ২৪/এমএসএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ