ইরানের প্রতি কৃতজ্ঞতা আফগানিস্তানের

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:৩২:৫৪

ইরানের প্রতি কৃতজ্ঞতা আফগানিস্তানের

ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কাল্লা স্থলবন্দরের ভয়াবহ আগুন নেভানোর কাজে সহযোগিতা করায় তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাবুল। রবিবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সময়োচিত পদক্ষেপ নেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের পরপরই ইরান তার সীমান্ত খুলে দেওয়ায় অন্তত এক হাজার ট্রাক ইরানে প্রবেশ করে এই অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।


শনিবার দুপুরে আফগানিস্তানের ইরান সীমান্তবর্তী এলাকায় তরল গ্যাসভর্তি একটি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত ঘটে। তবে সুনির্দিষ্টভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এসব জ্বালানি ইরান থেকে আমদানি করা হচ্ছিল।

আগুন লাগার পরপরই হেরাত প্রদেশের গভর্নর সাইয়্যেদ ওয়াহিদ কাতালির আবেদনে সাড়া দিয়ে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটি ইঞ্জিন পাঠায় ইরান। অগ্নিনির্বাপনকর্মীদের অক্লান্ত পরিশ্রমে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্র: পার্স টুডে।


প্রজন্মনিউজ২৪/মাহফুজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ