মদিনায় ভায়াবহ অগ্নিকান্ড: নিহত ৭ বাংলাদেশি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:২৩:৪৫

মদিনায় ভায়াবহ অগ্নিকান্ড: নিহত ৭ বাংলাদেশি

সেীদি আরবের মাদিনা শহরের ২৫ কিলোমিটার দূরে এক সোফা কারখানায় অগ্নিকান্ডে সাত বাংলাদেশি শ্রমিক নিহত হয়ছে। গতকাল (বুধবার) বাংলাদেশ সময় রাত ২টায় আগুন লাগার ঘটনা ঘটে।

শোক বার্তা প্রকাশ করেছেন সেীদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।    

সাত নিহতের মধ্যে পাচঁ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে মদিনার উয়ুন থানা সূত্রে। তারা হলেন- চট্রগ্রামের লোহাগড়ার মিজানোর রহমান (পিতা- সুলতান আহমেদ), আরাফাত হোসেন মানেক (পিতা- জালাল আহমেদ), কক্সবাজার মহেশখালির ইসহাম মিয় (পিতা- জালাল আহমেদ), আব্দুল আজিজ (পিতা- কবির আহমেদ), মো: রফিক উদ্দিন (পিতা আবু গফুর)। আপর এক জনের পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, নিহতদের ক্ষতিপূরণ আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হবে। তিনি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলরকে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য দূতাবাসকে  অবহিত করার নির্দেশ প্রদান করেন।

রাষ্ট্রদূত স্থানীয় প্রশাসন ও হাসপাতালের সাথে যোগাযোগ করে নিহতদের ক্ষতিপূরণ ও মৃতদেহ কম সময়ে দেশে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মদিনাস্থ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহতদের দেহ। নিহতেদের ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে তৎপর রয়েছে বাংলাদেশ দূতাবাস। 

প্রজন্মনিউজ২৪/এমএসএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ