ফের ইনজুরিতে সাকিব, স্ক্যানে ধরা পড়ল চোট

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৪:৩৮

ফের ইনজুরিতে সাকিব, স্ক্যানে ধরা পড়ল চোট

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডাক্তারি পরীক্ষায় কোনো সমস্যা ধরা না পড়ায় চট্টগ্রাম টেস্টে খেলছেনও সাকিব। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেছেন ৬৮ রানের ইনিংস। এরপর ৬ ওভার বোলিংও করেছেন তিনি। তবে দ্বিতীয় দিনের শেষদিকে কুঁচকির ইনজুরির কারণে পরে মাঠ ছাড়তে হয় সাকিবকে।

আজ আর মাঠে নামেননি সাকিব। স্ক্যানিংয়ের জন্য পাঠানো হয় তাকে। এমআরআই স্ক্যানে ইনজুরির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। প্রথম টেস্ট চলাকালে সাকিবের চিকিৎসা ও পর্যালোচনা চালিয়ে যাবে বিসিবির মেডিকেল দল।

সাকিব আজ মাঠে না নামলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে টাইগারা। ক্যারিবীয়দের মাত্র ২৫৯ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ২৮৪ রানের লিড দিয়েছে বাংলাদেশ।

প্রজন্মনিউজ২৪/সাইফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ