যুক্তরাজ্যে করোনায় মৃত্যু সংখ্যা ছাড়াল ১ লাখ

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২১ ১২:৫৩:২০ || পরিবর্তিত: ২৭ জানুয়ারী, ২০২১ ১২:৫৩:২০

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু সংখ্যা ছাড়াল ১ লাখ

হৃদয় হাসান নাজমুল: যুক্তরাজ্য-ই ইউরোপের প্রথম দেশ যারা আনুষ্ঠানিকভাবে ১০০,০০০ করোনায় মৃত্যুর সংখা ছাড়িয়েছে। স্বাস্থ্য বিষেশজ্ঞরা এটিকে দুখঃ জনক বলে আক্ষায়িত করছেন।

ব্রিটেন পৃথীবির পঞ্চম জাতী যারা করোনায় মৃত্যুর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, ও মেক্সিকোর পরে অবস্থান করছে। এখন পৃথীবির যেকোন দেশের তুলনায় মিলিয়ন হিসেবে করোনয় মৃত্যের সংখা বেশি ব্রিটেনে।

সাপ্তাহ শেষে যুক্তরাজ্যে ১৫ জানুয়ারি পর্যন্ত ৭,৭৭৬ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়। ডেথ সার্টিফিকেটে উল্লেখ্য করা হয়েছে যে, মহামারি শুরু থেকে এখন পর্যন্ত ১০৩,৬০২ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

গত রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক বার্তায় ‘‘বর্তমান পরিস্থিতি ও মৃত্যের ভয়াবহ পরিসংখ্যান উল্লেখ্য করে জনগনের কাছে ক্ষমা চান’’ তিনি আরও বলেন, আমরা আমাদের পূর্ন শক্তি দিয়ে  যেকোন পরিস্থিতি সামাল যথাসাধ্য চেষ্টা করছি ।

সূত্র: সানডে টাইমস্

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ