জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২১ ১১:৩৭:৫৫

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়

জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একযোগে কাজ করতে পারে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটর জন কেরি। 

গতকাল (মঙ্গলবার) রাতে  টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। প্রায় আধ ঘন্টার আলোচনায় তাদের মধ্যে। সেখানে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন জন কেরি। জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একযোগে কাজ কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা।

প্রসঙ্গত দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দেন তিনি।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ